Header Ads

তথ্যপ্রযুক্তির শীর্ষ ১০ ধনী

দৈনিক  প্রথম আলো থেকে প্রাপ্ত:::

বছরে দুবার তথ্যপ্রযুক্তিতে শীর্ষ ১০০ ধনীর তালিকা প্রকাশ করে মার্কিন সাময়িকী ফোর্বস। সর্বশেষ তালিকায় যথারীতি বিল গেটস শীর্ষে। দুই দশকের বেশি সময় ধরেই শীর্ষস্থানটা তাঁর দখলে। তবে পরের ৯৯টি স্থানে রদবদল ঘটে প্রায় প্রতিবছরই। তাঁদের মধ্যে অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজসের সম্পদ বেড়েছে ১ হাজার ৮৪০ কোটি ডলার, প্রযুক্তিতে সর্বোচ্চ। মোবাইল বিজ্ঞাপনী আয়ে ঊর্ধ্বগতি থাকায় চতুর্থ থেকে তৃতীয় স্থানে উঠে এসেছেন ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ, তাঁর সম্পদ বেড়েছে ১ হাজার ২৮০ কোটি ডলার। শীর্ষ ১০০ ধনীর মোট সম্পদের পরিমাণ ৮৯ হাজার ২০০ কোটি ডলার। তাঁদের সিংহভাগ (৫১ জন) যুক্তরাষ্ট্রের। গত এক বছরে এই ১০০ জনের মধ্যে ৫৩ জনের সম্পদ বেড়েছে, কমেছে ২৭ জনের। নতুন করে এই তালিকায় স্থান করে নিয়েছেন ১২ জন। শীর্ষ ১০ ধনীর তালিকা এখানে দেওয়া হলো।

No comments

Theme images by Cimmerian. Powered by Blogger.