Header Ads

ABOUT ME


আমার আমি!
Md. Hamidul Haque (Sagor)
সব নিয়ম ভাঙ্গাই যার নিয়ম মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে............অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে............আবার অনেক বড় বড় পাওয়া আছে, কারো পড়তে, লিখতে ভাল লাগে, কারো বা কবিতা তৈরিতে আর আমার পড়তে ভালো লাগে কম্পিউটার প্রযুক্তি বিয়ষক যত লেখা জানা আসলে আমার কম্পিউটার বিয়ষক যত লেখা আমার কাছে যেন আমার সংগ্রহীত কবিতা আমার দিন, রাত স্বপ্ন আমার পৃথিবী সব কিছু এসে মিশে একাকার হয়ে গেছে আমার কম্পিউটারে, আমার সংগ্রহীত কবিতায় আসলে আমার জীবনে আমি অনেক কিছু হারিয়েছে শুধু এর পিছনে সময় দিতে যেয়ে আরও অনেক কিছুও যদি আমাকে হারাতে হয়, তারপরও আমার আপত্তি নেই কিন্তু আমি আমার এই জগৎটি নিয়েই থাকতে চাই তবে আমি এসব কিছুর মাঝে শুধু এতটুকুই আশা করি যদি আমার দিন রাতের কাজ গুলো যদি কখনো একমুহুর্তের জন্যও যদি কারো কোন অকাজেও লাগে তাহলেও সেটাই আমার অনেক বড় প্রাপ্তি পৃথিবীতে আমি সবচেয়ে বেশি ভালবাসি আমার কম্পিউটার কে আমি সৃষ্টি কর্তার কাছে সব সময় প্রার্থনা করি, তিনি কখনো আমার আর যাই কেরে নেন আমার হাত চোঁখ দুটি যেন সব সময় ভাল থাকে কারন এটা দিয়ে আমি আমার কম্পিউটার চালায়, যা আমার সবচাইতে প্রিয় এটা ছাড়া আমি কখনোই থাকতে পারবো না ভবিষ্যতের চিন্তু করতে করতে অতীতের রুটিন করা বর্তমানের অনেক কাজই শেষ করতে পারিনি জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়.................. জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়............. সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি.......
অনেক কিছুই করতে পারি অনেক আশার প্রান্তরে, চেষ্টা করে থামবো না আর এই কথাটিই অন্তরে
 পেরিয়ে যাব সব সীমানা করতে হবে জয়, মনের মাঝে থাকলে চাওয়া থাকবে না আর ভয়................. যতই শিখিবো ততোই ভুলবো আর যতই ভুলবো ততোই শিখবো.............
মানব কল্যাণে তথ্যপ্রযুক্তি সর্বোচ্চ সদব্যবহারের এবং প্রযুক্তিগত জ্ঞান অন্বেশনের প্রত্যাশায়
তথ্যপ্রযুক্তিগত সেবা দেওয়ার নেওয়ার মানসিকতায় উদ্দীপ্ত হউক প্রতিটি সচেতন মানুষ প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত তরুন সমাজ
গড়ে উঠুক প্রযুক্তিগত সোসাল নেটওয়ার্ক

নাম: মোঃ হামিদুল হক (সাগর)
জীবনের ল্ক্ষ্য: মানুষের মাধে বেঁচে থাকা
ভাল লাগে: সুন্দর কিছু দেখলে
খারাপ লাগে: যখন কেউ কথা দেবার পরও কথা রাখে না
আনান্দ পাই: উপহার দিতে
কষ্ট পাই: অবাঞ্চিত কথাতে
শ্রদ্ধা করি: বাবা-মাকে বড়দের কে
ঘৃণা করি: মিথ্যাকে
পছন্দ করি: সাহায্য করতে
পছন্দের খাবার: চিকুন চাউলের ভাত, গরুর মাংস, কাঠালের আঠি দিয়ে ডিম ভুনা
অপছন্দ করি: করুনা করা
পছন্দের বিষয়: যে কোন বিষয় সংগ্রহ করা, সুন্দর স্বপ্ন দেখা
অপছন্দের বিষয়: নিন্দা করা
সমস্যা: অতিরিক্ত আত্মবিশ্বাস
গর্ব করি: বাংলাদেশকে নিয়ে
অবসর কাটে: বই পড়ে, গান শুনে, শরীর চর্চা এবং কম্পিউটার নিয়ে
প্রিয় ব্যাক্তি: বাবা
প্রিয় ব্যাক্তিত্ব: মহানবী হযরত মুহম্মদ (সাঃ)
প্রিয় সময়: যখন একা থাকি
চেষ্টা করছি: সৎ ভাবে বেঁচে থাকতে
প্রস্ততি নিচ্ছি: মৃত্যুর জন্য
প্রিয় ছায়াছবি: এপোক্যালিপটো, টারমিনেটর -, ফাইনাল ডেষ্টিনেশন, হালক, টাইটানিক, কিংকং, জার্নি টু দ্যা সেন্টাল অফ আর্থ, দ্যা টাইম মেশিন, বেবি ডে আউট, এ্যাভাটার, প্যাডেটর, জি. আই. জো, আমেরিকান পাই, ধামাল, হাইজ্যাক, আওয়ারাপান, থ্রি ইডিয়েডস, গাজিনি

নতুন কে হাই বলুন, পুরনো কে বায় বলুন

No comments

Theme images by Cimmerian. Powered by Blogger.