Header Ads

অ্যান্ড্রয়েড সিস্টেমে নতুন ভাইরাস

দৈনিক সমকাল থেকে প্রাপ্ত:::
নতুন একটি ভাইরাস আপনার প্রিয় স্মার্টফোনের জন্য ঝুঁকি তৈরি করেছে। স্মার্টফোনের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে (ওএস) ভাইরাসটি ছড়িয়ে পড়ছে।


জার্মানিভিত্তিক সফটওয়্যার কোম্পানি জি-ডাটা বলছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে প্রতি ১০ সেকেন্ডে নুতন একটি ম্যালওয়্যার (ভাইরাস) তৈরি হচ্ছে। হারে ভাইরাস বাড়তে থাকলে বছর শেষে ৩৫ লাখ ক্ষতিকর ভাইরাস তৈরি হবে। এটা স্মার্টফোন এবং ট্যাবলেটের অ্যান্ড্রয়েড সিস্টেম ব্যবহারীকারীদের জন্য হুমকি।

জি-ডাটা জানায়, শনাক্ত হওয়া নতুন ম্যালওয়্যার ইনফেকটেড অ্যাপ্লিকেশন গুগলের মোবাইল প্ল্যাটফর্মের গতিতে ভীতিকর পরিস্থিতি তৈরি করছে। এর ফলে বছর শেষে ৩৫ লাখ নতুন ভাইরাস শনাক্ত হবে বলে ধারণা করা হচ্ছে।

চলতি বছরের প্রথম তিন মাসে এই ভাইরাসের কারণে লাখ ৫০ হাজার ক্ষতিগ্রস্ত অ্যান্ড্রয়েড অ্যাপস শনাক্ত করেছে জি-ডাটা। ওএস আপডেট দিতে দেরির কারণে ভাইরাসটি ছড়িয়ে পড়ছে বলে ধারণা করা হচ্ছে।

নতুন একটি ভাইরাস আপনার প্রিয় স্মার্টফোনের জন্য ঝুঁকি তৈরি করেছে। স্মার্টফোনের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে (ওএস) ভাইরাসটি ছড়িয়ে পড়ছে। - See more at: http://bangla.samakal.net/2017/05/06/290524#sthash.NwYRQX5o.dpuf
নতুন একটি ভাইরাস আপনার প্রিয় স্মার্টফোনের জন্য ঝুঁকি তৈরি করেছে। স্মার্টফোনের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে (ওএস) ভাইরাসটি ছড়িয়ে পড়ছে। - See more at: http://bangla.samakal.net/2017/05/06/290524#sthash.NwYRQX5o.dpuf

No comments

Theme images by Cimmerian. Powered by Blogger.